৬.৬৯ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম

চলতি মাস থেকে বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে তা অনুমোদনের জন্য সরকারের উচ্চপর্যায়ের সাথে বৈঠক করে বিইআরসি। বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বর্ধিত বিদ্যুতের দাম ১ মার্চ থেকেই কার্যকর হবে।

এর আগে গত সোমবার বিইআরসি কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ নিয়ে বৈঠক করেন। পাঁচটি কোম্পানির আলাদা দাম নির্ধারণ করা হবে বলে তখন জানানো হয়েছিল।

গত ৪ মার্চ বিকেলে পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি হয়। তার আগে বিইআরসির কার্যালয়ে পিডিবি ও বিইআরসির মূল্যায়ন কমিটির প্রস্তাবের ওপর গণশুনানি হয়। গণশুনানিতে বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

তবে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি বিদ্যুতের দাম ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ানো যৌক্তিক হতে পারে বলে মন্তব্য করে।

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত ৫ বছরে এবারসহ মোট ৬ বার বিদ্যুতের দাম বাড়ানো হলো।

x