চার ঘণ্টা আকাশে উড়েছে বিমানটি!

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ হওয়া বিমানটি প্রায় চার ঘণ্টা আকাশে উড়ে বেড়িয়েছে। মার্কিন তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

বিমান নিখোঁজের ঘটনা তদন্ত করছেন এমন দু’জন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টে বলা হয়, রুটিন মাফিক কাজের অংশ হিসেবে প্রত্যেক বিমানেরই সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে ধারণ করা হয়। ফ্লাইট এমএইচ ৩৭০–এর রেকর্ডকৃত তথ্য অনুযায়ী, রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও প্রায় চার ঘণ্টা আকাশে উড়ে বেড়িয়েছে বিমানটি।

তবে অন্য তদন্ত ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা আকাশে ছিল।

এই রিপোর্টের ফলে নতুন করে সন্দেহ ঘনীভূত হয়েছে। এই অতিরিক্ত সময় কে বা কারা বিমানটি নিয়ন্ত্রণ করেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

x