‘মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।"

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠকে ‘জনসেবার মান বাড়াতে’ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশের যৌথ প্রচেষ্টায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারের মতো অপরাধ রোধ করা সম্ভব। সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট আছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

x