Skip to content

‘মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।"

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠকে ‘জনসেবার মান বাড়াতে’ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশের যৌথ প্রচেষ্টায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারের মতো অপরাধ রোধ করা সম্ভব। সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট আছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

x