জামালগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
১৫ মার্চ অনুষ্ঠিতব্য সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ার হোসেনের (সিংহ প্রতীক) প্রার্থীতা বাতিল করেছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ সংক্রান্ত বার্তা সহকারী রিটার্নিং অফিসার ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছায়।
দেলোয়র হোসেন জামালগঞ্জ উপজেলার ভোটার না হওয়ায় ১৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জ রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন।
পরে দেলোয়ার উচ্চ আদালতে রিট করলে আদালতের রায়ে তার মনোনয়নপত্র বহাল থাকে ও তিনি সিংহ প্রতীক পান। পরে নির্বাচন কমিশন এ রিটের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে আদালত রিটার্নিং অফিসারের রায় বহাল রেখে দেলোয়ার হোসেনের প্রার্থীতা বতিলের আদেশ দেন।
সহকারী রিটার্নিং অফিসার ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফি কামাল জানান, নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত দেলোয়ারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দেলোয়ার হোসেনের প্রার্থীতা বাতিল সংক্রান্ত একটি আদেশ তার কাছে পৌঁছেছে।