২টি উপজেলায় ৩১ প্রাথীর প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে সুনামগঞ্জের ২টি উপজেলায় বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রির্টানিং অফিসার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে ০৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন প্রতীক পেয়েছেন।

উপজেলাগুলো হচ্ছে, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা।

জেলা নির্বাচন অফিস জানায়, তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহসভাপতি আনিসুল হক পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন হেলিকাপ্টার, আওয়ামী লীগ নেকা মো. জালাল উদ্দিন পেয়েছেন দোয়াত কলম, যুব লীগ নেতা রিয়াজ উদ্দিন পেয়েছেন আনারস, বিএনপি নেতা আবুল কাশেম পেয়েছেন মোটর সাইকেল, মো. কামরুজ্জামান কামরুল পেয়েছেন ঘোড়া প্রতীক।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রবীর কামার রায় পেয়েছেন টিউবওয়েল প্রতীক, ফেরদৌস আলম অখঞ্জী পেয়েছেন চশমা, মো. রতন মিয়া পেয়েছেন তালা, মো. লিয়াকত আলী পেয়েছেন পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া অফিন্দী পেয়েছেন কলস প্রতীক, খালেদা বেগম পেয়েছেন প্রজাপতি, নাসিমা বেগম পেয়েছেন সেলাই মেশিন, মোছা. অছিয়া আক্তার পেয়েছেন ফুটবল, মোছা. হেনা আক্তার পেয়েছেন বৈদ্যুতিক পাখা, শাহেদা আক্তার পেয়েছেন পদ্মফুল, সুলতানা বেগম পেয়েছেন হাস প্রতীক ।

তাহিরপুর উপজেলায় ৪৫টি কেন্দ্রে মোট ভোটার হচ্ছেন, ১ লাখ ১৫ হাজার ১ শ ৭৯ জন এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৫৭ হাজার ৯ শ ৩১ জন এবং ৫৭ হাজার ২ শ ৪৮ জন নারী ভোটার।

এ উপজেলায় ০৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ০৪ জন ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদপ্রার্থী ও ০৭জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক, মো. রফিকুল ইসলাম পেয়েছেন কাপ-পিরিচ, মোহাম্মদ হারুনুর রশিদ পেয়েছেন মোটর সাইকেল প্রতীক।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবুল হাসনাত মুহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন চশমা প্রতীক, মো. আবুল বাশার পেয়েছেন টিউবওয়েল, মো. তাজ্জত খান পেয়েছেন মাইক,মোহাম্মদ নূরুল আলম পেয়েছেন টিয়া পাখি,মো. ফজলুল হক পেয়েছেন জাহাজ, মো.সহিদুল ইসলাম পেয়েছেন উড়োজাহাজ, মো. সুলেমান তালুকদার পেয়েছেন তালা প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে গীতা রানী তালুকদার পেয়েছেন হাঁস, মাহফুজা আক্তার রীনা পেয়েছেন কলস, মোছা. আয়শা আক্তার পেয়েছেন প্রজাপতি ও বর্তমান মহিলা আইস চেয়ারম্যান পেয়েছেন ফুটবল প্রতীক।

বিশ্বম্ভরপুর উপজেলায় ৩১টি কেন্দ্রে মোট ভোটার হচ্ছেন, ৮৬ হাজার ১ শ ২৫ জন এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৪২ হাজার ৪ শ ৭৬ জন এবং ৪৩ হাজার ৬ শ ৪৯ জন নারী ভোটার।

এ উপজেলায় ০৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ০৭ জন ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদপ্রার্থী ও ০৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী।

এ দু’টি উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

x