অ্যাডভোকেট বজলুর মায়ের ইন্তেকাল
সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী বজলুর রশিদের মাতা মোছা. ছগিরা বানু ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পদিবার বেলা সোয়া ১১ টায় সুনামগঞ্জ শহরের শন্তিবাগস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা সুনামগঞ্জ শহরের আরপিন নগর ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে আরপিন নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছগিরা বানুর মৃত্যু তার শোকসমতপ্ত পরিবারের প্রতি গর্ভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জকেরীন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, টিঅ্যাইবি’র সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. খায়রুল কবির রোমেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ।