শনিবার সিলেটের তিন উপজেলায় ভোটগ্রহণ
তৃতীয় দফায় শনিবার সিলেটে দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের জামালগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা সদস্য টহলে নেমেছে।
শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী দায়িত্ব সম্পর্কে ব্রিফিং করা হয়। পরে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুসা আল জিদান জানান, দক্ষিণ সুরমা উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলায় বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১ হাজার ৪শ ৬০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ৮০, র্যাব ৩০, পুলিশ ৫শ ৫০, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১শ ২০ ও ৬শ ৮০ আনসার সদস্য। উপজেলার ১০ ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৪শ ৬২।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় ২১ প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।
উপজেলার ১০টি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এতে ১ লাখ, ৪৬ হাজার ৪শ ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করবে।