আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালগঞ্জে এক ব্যক্তির জরিমানা
জামালগঞ্জ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফারুক আহমদ নামে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল সাড়ে ১০টায় জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করে ভোটার স্লিপ দেওয়ার দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিব আহমদ।
ফারুক আহমদ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম শামীমের সমর্থক ও ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইসকন্দর আলীর ছেলে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জরিমানা আদায়ের পর আটক ফারুককে মুক্তি দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শনিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা চলবে বিকেল চারটা পর্যন্ত।
এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় মোট ভোটার ৯৯ হাজার পাঁচশ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার দুইশ ৮৫ জন এবং নারী ভোটার ৪৯ হাজার দুইশ ৬২ জন।