ছাতক পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডে ফোকাস গ্রুপ ডিসকাশন

ছাতক পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প (ইউজি২পি-৩) এর আওতায় ছাতক পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রনয়নের লক্ষ্যে ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ৪নং ওয়ার্ডের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফোকাস গ্রুপ ডিসকাশন সভায় পৌর কাউন্সিলর সামছু মিয়ার সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন, এলজিইডি’র জিআইসিডি কনস্যালটেন্ট আব্দুল মান্নান ও সিআইসিডি ফ্যাসিলেটর সেলিম রেজা।

এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌরসভার কল্যাণব্রত দাস, ফজলুল হক, পৌর মহিলা কাউন্সিলর সুতপা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, বাশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা দাস, স্থানীয় কুটি মিয়া, নুর হোসেন, মিন্টু দাস, হাফিজ উদ্দিন আহমদ, আব্দুল্লাহ মিয়া, আলাউদ্দিন, জামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

x