৫৬ উপজেলায় বিএনপি ২৩, আ.লীগ ২৪, জামায়াত ৬, অন্যান্য ৩
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৮১টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত ৫৬টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন ২৩টিতে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন ২৪টিতে। জামায়াত বিজয়ী হয়েছেন ৬টিতে। এছাড়া ১টিতে ১৯ দল সমর্থিত এলডিপি প্রার্থী এবং ২টিতে বিজয়ী হয়েছেন জেএসএস প্রার্থী।
কেন্দ্র দখল, জাল ভোট, কারচুপি, ভোট বর্জন এবং সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ৮১ উপজেলায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
বিএনপি ২৩:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রাজশাহীর চারঘাটে আবু সাঈদ চাঁদ, সুনামগঞ্জের জামালগঞ্জে সামসুল আলম তালুকদার জুনু, পিরোজপুরের নেছারাবাদে ওয়াহিদুজ্জামান, রাজশাহীর গোদাগাড়ীতে ইসহাক, ফরিদপুরের মধুখালীতে আজিজুর রহমান মোল্লা, খুলনার পাইকগাছায় বাবর আলী, কুমিল্লার বুড়িচংয়ে এটিএম মিজানুর রহমান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অ্যাডভোকেট আজিজুর রহমান, ফরিদপুরের চরভদ্রাশনে এজিএম বাদল আমিন, লালমনিরহাটে আদিতমারিতে আইয়ুব আলী, মানিকগঞ্জের ঘিওরে খন্দকার লিয়াকত হোসেন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে নুরুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জে আ খ ম শফিকুল হক শফিক, কিশোরগঞ্জ সদরে শরীফুল ইসলাম, লক্ষ্মীপুরের কমলনগরে সৈয়দ মো. শামসুল আলম, ময়মনসিংহের ফুলপুরে আবুল বাশার আখন্দ, বান্দরবান সদরে আব্দুল কুদ্দুস ও আলী কদম উপজেলায় আবুল কালাম, কিশোরগঞ্জের কুলিয়ারচরে নুরুল মিল্লাত, টাঙ্গাইলের দেলদুয়ারে এসএম ফেরদৌস, কুমিল্লার হোমনায় আজিজুর রহমান মোল্যা ও জয়পুরহাটের আক্কেলপুরে কামরুজ্জামান কমল বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ ২৪:
নীলফামারী সদরে আবুজার রহমান, ময়মনসিংহের ধোবাউড়া আব্দুল মান্নান আকন, শেরপুরের শ্রীবরদীতে আশরাফ হোসেন খোকা, জামালপুরের দেওয়ানগঞ্জে আবুল কালাম, নড়াইলের লোহাগড়ায় ফয়জুল আমির, চট্টগ্রামের সীতাকু-ে আল-মামুন, টাঙ্গাইলের ধনবাড়িতে ফারুক আহমেদ ফরিদ, দিনাজপুর সদরে ফরিদুল ইসলাম, নেত্রকোনা সদরে এসএম কামরুজ্জামান শাহীন, বাগেরহাটের শরণখোলায় কামাল উদ্দীন আকন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোলাম মো¯ত্মফা, বরিশালের বাবুগঞ্জে সরদার খালিদ হোসেন স্বপন ও মুলাদিতে তরিকুল আহসান, সিলেটের দক্ষিণ সুরমায় আবু জাহিদ, ফরিদপুরের আলফাডাঙ্গায় জালাল উদ্দীন আহমেদ ও সদরপুরে সফী কাজী, কুড়িগ্রাম সদরে পনির উদ্দীন, শরীয়তপুরের নড়িয়ায় ইসমাঈল হক, শরীয়তপুর সদরে আবুল হাশেম তফাদার, সাতক্ষীরার কালিগঞ্জে শেখ ওয়াহিদুজ্জামান, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাহাঙ্গীর খান চৌধুরী ও নাঙ্গলকোটে সামসুদ্দিন কালু, বাগেরহাটের মংলায় আবু তাহের হাওলাদার ও রাঙামাটির কাউখালীতে এসএম চৌধুরী বিজয়ী হয়েছেন।
জামায়াত ৬:
নওগাঁর ধামুরহাটে মো. মঈনউদ্দিন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেরামত আলী, চাপাই সদরে মোখলেছুর রহমান, গাইবান্ধা সদরে আব্দুল করিম ও সাদুল্লাপুরে সাইদুর রহমান, চুয়াডাঙ্গার দামুরহুদায় আজিজুর রহমান বিজয়ী হয়েছেন।
এলডিপি ১:
চট্টগ্রামের চন্দনাইশে ১৯ দল সমর্থিত প্রার্থী এলডিপির আব্দুল জব্বার বিজয়ী হয়েছেন।
জেএসএস (শন্তু) ২:
রাঙামাটির বরকলে মনি চাকমা, বাঘাইছড়িতে ধর ঋষি বিজয়ী হয়েছেন।