তাহিরপুরে ছুরিকাঘাতে কয়লা শ্রমিক নিহত
তাহিরপুর উপজেলার লালঘাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শনিবার রাতে ফজলু মিয়া (২২) নামের এক কয়লা শ্রমিক নিহত হয়েছে।
ফজলু উপজেলার পুরানঘাট গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
পুলিশ জানায়, ফজলু বাগলী কয়লা ডিপোতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। শনিবার দিনগত রাত পৌনে ৯ টার দিকে সুনামগঞ্জ-৮ বিজিবি’র বালিাঘাটা বিওপির কাছাকাছি এলে পেছন দিক থেকে দুবৃত্তের ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিজিবি’র সদস্যরা টহলের সময় তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখে তাহিরপুর থানায় খবর দেয়। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
থাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ফজলুর লাশ থানায় রয়েছে। রোববার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।