দূর্যোগ পরবর্তী মহামারী নিয়ন্ত্রণে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দুর্যোগ পরবর্তী মহামারী নিয়ন্ত্রণে সুনামগঞ্জে স্বেচ্ছসেবকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু হয়।

স্বেচ্ছাসেবকদের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন।

কেন্দ্রীয় রেডক্রিসেন্টের অ্যাসিসটেন্ট ডিরেক্ট ফয়জুর রহমান খান, এরিয়ার ম্যানেজার পংকজ সরকার, সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান। স্বেচ্ছসেবকদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে ২০জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এ প্রশিক্ষণ ১৮ মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে।

x