ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্নের দাবিতে কৃষক সমিতির অবস্থান কর্মসূচি
হাওরের ফসল রক্ষাবাধের নির্মাণ কাজ দ্রুত শেষ ও বাধের টাকা লুটপাট বন্ধের দাবিতে সুনামগঞ্জে রোববার অবস্থান ধর্মঘট পালন করেছে জেলা কৃষক সমিতি।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্থানীয় ট্রাফিক পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে কৃষক সমিতি।
জেলা কৃষক সমিতির আহ্বয়ক রহমানে মিজানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’ সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, জামালগঞ্জের কৃষক নেতা ধনঞ্জয় পাল, দিরাইয়ের কৃষক নেতা দেবব্রত চৌধুরী দোলন, জয়মনি দাশ, নান্টু দে, কৃষক নেত্রী জোহরা বেগম, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি শাহজালাল সুমন, ছাত্র নেতা পৃথিশ সরকার, শুভংকর হাজং প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবছর বাঁধের নামে কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও সিকি ভাগ কাজও হয়না। পানি উন্নয়ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা মিলে লুটপাট করে নিয়ে যায়।
এক সপ্তাহের মধ্যে সকল হাওরের বাঁধের কাজ সম্পন্ন না হলে এলাকার কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন।
বক্তারা আরো বলেন ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওর রক্ষা বাধের কাজ সম্পান্ন করার কথা থাকলেও এ সময় সীমা পেরিয়ে ১৫ দিন অতিবাহিত হলের হাওর রক্ষা বাধের ৪০ ভাগ কাজও সম্পাপ্ত হয়নি।