জামালগঞ্জে গাঁজা ব্যবসায়ী আটক
জামালগঞ্জে এক কেজি গাঁজাসহ নূর আলম (২৭) নামে এক গাাঁজা ব্যবসায়ীকে রোববার আটক করেছে পুলিশ।
নূর আলম উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের মৃত কলমধর আলীর ছেলে।
সকাল ১০টায় জামালগঞ্জ লেগুনা স্ট্যান্ড থেকে গাঁজাসহ নূর আলমকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এএসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জামালগঞ্জ লেগুনা স্ট্যান্ড থেকে এক কেজি গাঁজাসহ নূর আলমকে আটক করে।
জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরো মামলা রয়েছে। পুলিশ বাদি হয়ে নূর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।