দক্ষিণ সুনামগঞ্জে লেগুনা চাপায় নিহত ১
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী এলাকায় লেগুনা চাপায় রোববার সুমনা বেগম (১০) নামের এক শিশু নিহত ও তার ছোট ভাই লিটন (৭) আহত হয়েছে।
নিহত সুমনা ও আহত লিটন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী গ্রামের মৃত শাহিদ আলীর মেয়ে।
লিটনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিরাই থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় পৌছলে সুমনা ও তার ছোট ভাই লিটনকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনার মৃত্যু হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আমিনুল বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, চালক লেগুনা নিয়ে পালিয়েছে।