সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় কলেজের সহকারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী এবং উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম।
তাঁরা বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের জাতির জনকই নন, তিনি একজন আদর্শ নেতা, একজন দেশপ্রেমিক মহামানব। এমন মহামানবের জীবনাদর্শ আমাদের নতুন প্রজন্মের পাথেয় হলে দেশ এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধ হবে।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সৈয়দ তাওসিফ মোনাওয়ার ও মো. মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে শিক্ষার্থীরা।