বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নুর মোহাম্মদ স্বজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগর নেতা সাজ্জাদ হোসেন নাহিদ, আ.ত.ম. তিমু, মাহমুদুর রহমান তারেক, জেলা ছাত্রলীগ নেতা শিহাব আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে, সংগঠনের সদস্য মতিউর, জুনায়েদ, রিমন, টিপু, সৌরভ, সৈকত, নাহিদ, শফিউল্লাহ, আবির, সাকিব, সোহাগ, ইমন, পূর্বরাগ, রনি প্রমুখ।