‘বাংলাদেশ কখনও জঙ্গিদের নিরাপদ আশ্রয় হবে না’

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত। ইমেইলের মাধ্যমে সাংবাদিক সোনিয়া সরকার খালেদা জিয়ার এ সাক্ষাৎকারটি নিয়েছেন। শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয়ার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশের জনগণ থেকে দূরে সরিয়ে নিচ্ছে বলে উল্লেখ করেন খালেদা জিয়া।

একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অবৈধ’ সরকারের প্রতি সমর্থন বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল পত্রিকাটির সাপ্তাহিক সাময়িকী ‘সেভেন ডেইজ’-এ ‘বাংলাদেশ উইল নেভার বি আ সেইফ হেভেন ফর মিলিট্যান্টস’ বা ‘বাংলাদেশ কখনও জঙ্গিদের অভয়ারণ্য হবে না’ শিরোনামে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। খালেদা জিয়া জোর দিয়েই বলেছেন যে, তার দল বিএনপি নয়াদিল্লির সঙ্গে আন্তরিকভাবে কাজ করায় বিশ্বাসী। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসলে, বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ভারতের শাসনক্ষমতায় কে থাকবেন, সেটা সে দেশের জনগণই নির্ধারণ করবেন।

x