ছাতকের তাতিকোনা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার
ছাতকের তাতিকোনা হাবিব উল্লাহ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার বেলা২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, সৎপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা ছালিক আহমদ।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন, ভাদেশ্বর মোকামবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন, ছাতক কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন, আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক, হযরত মাওলানা জামাল উদ্দিন বাহার, হযরত মাওলানা আবুল কাশেম।
উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মোহাম্মদ আলী হোসাইন।