ছাতকে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার
ছাতকে অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও বাজার সংলগ্ন বোরো জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মুর্শেদ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এ যুবতীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি ধারণা করছেন, দু’তিনদিন আগে দুর্বৃত্তরা এই যুবতীকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।