‘অপারেশন জাটকা’য় সাড়ে ৫ কোটি টাকার জাল উদ্ধার
নিষিদ্ধের পরও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীতে জাটকা ধরায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী।
দক্ষিণাঞ্চলের নদ-নদী ও সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় ‘অপারেশন জাটকা’ নামে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রূপালী সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জাটকা নিধন প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এরমধ্যে ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ গত ১৮দিনে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ২১ লাখ ৭৩ হাজার ১৮১ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
আটক জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
জাটকা রক্ষা কার্যক্রম ২০১৪ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা, উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
‘অপারেশন জাটকা’ অভিযান আগামী ৩১ মে পর্যন্ত চলবে।