বিশ্ববাণিজ্যে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এজন্য সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে রপ্তানি-বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। নিজ নিজ অবস্থানে থেকে দেশের সব শ্রেণি ও পেশার মানুষকে এজন্য কাজ করতে হবে।