ধর্মপাশায় বীজ মেলা ও বাউল গান অনুষ্ঠিত

হাওর অঞ্চলের কৃষি প্রাণ বৈচিত্র রক্ষায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর বি.পি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বীজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে এগারোটায় মধ্যনগর ইউনিয়নের হামলাদিঘা, কাইলানি হাওর কৃষক সংগঠন, কুমার নারী সংগঠন ও বেসরকারি সংস্থা বারসিকের সহায়তায় স্থানীয় স্টুডেন্ট স্যলিডারিটি টিম নামের একটি সংগঠন এ বীজ মেলার আয়োজন করে।

মেলায় বিভিন্ন প্রজাতির ধান, ফলজ, বনজ, ঔষধি,শাক-সবজিসহ অচাষকৃত উদ্ভিদ বীজের ২৫টি স্টল বস্।

মেলার শুরুতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান।

এলাকার প্রবীন কৃষক নওয়াজ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ ওয়াই এম আমিনুল ইসলাম, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দিন মোল্লা, মধ্যনগর ইউ.পি চেয়ারম্যান মো.আব্দুল কাইয়ুম তালুকদার মজনু, হাওর গবেষক সজল কান্তি সরকার, বেসরকারি বারসিকের নেত্রকোনা রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা মাকসুদা বেগম, হামলাদিঘা হাওর কৃষক সংগঠনের সভাপতি রেজাউল কবীর মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় বাউলশিল্পীরা গান পরিবেশন করেন।

x