নজির হোসেনের ব্যাপক গণসংযোগ
তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থীত প্রাথীদের বিজয়ী করতে এবার দুই উপজেলায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভাটি বাংলার প্রাণপুরুষ খ্যাত নজির হোসেন।
বুধবার ভোর থেকে দুই উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা করছেন তিনি। জানা যায়, আগামী ৩১ মার্চ তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থীত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক এবং জেলা বিএনপির সহসভাপতি, ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে বিজয়ী করতে এবার দুই উপজেলার মাঠ চষে বেড়াচ্ছেন নজির হোসেন।
উল্লেখ্য, দলীয় হাইকমান্ডের নির্দেশে ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে দায়িত্ব দেয়া হয়েছে প্রবীণ রাজনীতিবীদ নজির হোসেনকে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ চালিয়ে ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থীর বিজয় ছিনিয়ে এনেছেন প্রবীণ এ রাজনীতিবীদ।
এদিকে জামালগঞ্জে গনসংযোগকালে আওয়ামী লীগের বেহেলী ইউনিয়নের সাবেক সহসভাপতিসহ একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ইতিবাচক প্রভাব পড়েছে জামালগঞ্জ উপজেলার ভোটের মাঠে।