ছাতকে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন
ছাতক উপজেলা মৎস্য অধিদপ্তর আয়াজিত জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধনকালে বক্তারা বলেছেন, আমাদের রূপালী সম্পদ হচ্ছে ইলিশ। এ সম্পদ রক্ষা করতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পর্যাপ্ত পরিমান ইলিশ পেতে হলে জাটকা নিধন থেকে আমাদের বিরত থাকতে হবে। ইলিশের সাথে আমাদের ইতিহাস-ঐতিয্যের সম্পর্ক রয়েছে।
মঙ্গলবার সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনূর আক্তার পান্নার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ মো. রাসেদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার ন্যান্সি।
মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য দুলন মিয়া, হাজী আলতাব আলী। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে সকালে এক বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।