তাহিরপুরে আচরণবিধি লংঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
তাহিরপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ১০হাজার ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী আনিসুল হক ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহেদা আক্তার।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সোলায়মান এর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
তিনি জানান, চেয়ারম্যান প্রার্থী আনিসুল হক ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহেদা আক্তার পোস্টার, ব্যানারে ১৯ দলীয় জোটের মনোনীত প্রার্থী উল্লেখ করে আচরণবিধি লংঘন করেছেন। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, ২৪ ঘন্টার ভিতরে তাদের পোস্টার অপসারণের তাগিদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল আচরণবিধি লংঘন করছেন প্রার্থীদ্বয় এমন একটি লিখিত অভিযোগ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট দায়েরের প্রেক্ষিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।