শনিবার যুবদলের দেশব্যাপী বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।