নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন।
উপজেলাগুলো হচ্ছে, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, দোয়ারা বাজার ও দিরাই উপজেলা।
বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান শপথ বাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনার প্রথমে ও দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের ৫ টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এরা হচ্ছেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিক ও দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান তালুকদার।
এর পরপরই তিনি ভাইস চেয়াম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এরা হচ্ছেন, সুনামগঞ্জ সদর উপজিলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) বদরুল কাদির শিহাব ও মহিলা ভাইস চেয়ারম্যার নিগার সুলতানা কেয়া।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) তৈয়বুর রহমান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম।
ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) আবু সাদাত মো. লাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) রেনু মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার মীম।
দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ) মো. গোলাপ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুনামগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ।
শপথ বাক্য পাঠ করানো সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক গৌতম কুমার ঘোষ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তব উদ্দিন, জেলা টিআইবি’র সভাপতি নূরুর রব চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. আফসারুজ্জামানসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ।