অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান চারদিনের সফরে সুনামগঞ্জ আসছেন আজ
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ৪ দিনের সফরে সুনামগঞ্জ আসছেন আজ শুক্রবার। ঢাকা থেকে সড়ক পথে নিজ বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামে রাত্রিযাপন করবেন।
পরদিন ২২ মার্চ সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলায় ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হবে। দুপুর ১২টায় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৪তম বার্ষিক বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বিকেলে জগন্নাথপুর ভূমি অফিসের সামনের মাঠে উপজেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগদান করবেন।
২৩ মার্চ দক্ষিন সুনামগঞ্জের ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।
২৩ মার্চ দক্ষিন সুনামগঞ্জের ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।
২৪ মার্চ ছাতক উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও ছাতক উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করবেন। এরপর দোয়ারবাজার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগদান করবেন।