ছাতকে যৌতুকের বলি অন্তঃসত্ত্বা গৃহবধূ
ছাতকে যৌতুকের বলি হয়ে নিহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। শনিবার বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামে। এই গৃহবধূ মানিকপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে ১৬ মার্চ নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে নিহতের স্বামী আলী আহমদ, শশুর আঙ্গুর মিয়া, শাশুড়ি আবেদা খাতুন, দেবর ফয়জুল আহমদ, আক্তার হোসেন, জা আছিয়া বেগমের বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রায় দু’বছর পূর্বে মানিকপুর গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র আলী আহমদের সাথে ঐ মহিলার বিয়ে হয়। যৌতুকের জন্য স্বামী ও পরিবারের লোকজন প্রায়ই তার প্রতি অন্যায়-অত্যাচার করত । সম্প্রতি এ নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
অভিযোগ থেকে জানা যায়, প্রায় দু’বছর পূর্বে মানিকপুর গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র আলী আহমদের সাথে ঐ মহিলার বিয়ে হয়। যৌতুকের জন্য স্বামী ও পরিবারের লোকজন প্রায়ই তার প্রতি অন্যায়-অত্যাচার করত । সম্প্রতি এ নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
গৃহবধূর ভাই’র দাবি গত ১৫ মার্চ বিকেলে ৬ মাসের অন্তঃসত্ত্বা তাঁর বোনকে স্বামী ও পরিবারের লোকজন গলা টিপে হত্যা করে গোয়ালঘরের সামনে ফেলে পালিয়ে যায়। বোনের মৃত্যুর সংবাদ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেয়। নিহতের গলায় জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ দুইজনেক গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।