শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় শাল্লা উপজেলার পারাখালী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারাখালী গ্রামের দিলকুশ মিয়া ও আমিনুর মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। সকালের দিকে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
শাল্লা থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।