কবিতা : স্বাধীনতা জাগো
আশেপাশে তুমি থাকো আছো পথের বাঁকে
হাতের কোমল স্পর্শে তোমার মুখ বুকের পাঁজর
টিয়ের লাল টকককে ঠোঁটের মতো তুমি জেগে থাকা প্রাণ
কখনো দৃশ্য হও কখনো নদী.. কখনো
ঘিঞ্জিগলির কান্নার মতো উড়ে আসা বিবর্ন ধুলো
মানুষের আর্তনাদ অসীমে জেগে থাকে, থাকে-
মানুষের মনে অলক্ষ্যে প্রিয় হয়ে সেই কাল থেকে
সত্যের রেণূ প্রতিটি জন্মে হে স্বাধীনতা
উদিত সূর্যের মতো জীবনে ও জ্ঞানে ।
কতো সময় চলে গেছে, যাবে হয়তো আরো
বহু কাল ঝরা পাতা মরা পাতা সকল রাত্রি
খুঁড়বে মাটি, খুঁজবে প্রাণ নিঝুম জলে ভেসে থাকা
পদ্ম-পাতায় একটি ফোটার মতো অস্তিত্বের অন্বেষণে অস্থির
হেমন্তের রূঢ়-কর্কশ হিম সয়ে
সময়ের স্মৃতি ভেঙে জেগে ওঠা প্রাণ
স্বাধীনতা, জাগো মহাকালের আলো
উদিত আলোর মতো শত সূর্য-বিভায়।
লেখক: মতিন বৈরাগী