বাংলাদেশ সীমান্তে মায়ানমারের নতুন ১৫ তল্লাশি কেন্দ্র হচ্ছে

বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে নতুন তল্লাশি কেন্দ্র স্থাপন করছে মায়ানমার। এছাড়াও সীমান্ত এলাকায় পুনরায় বেড়া তৈরির কাজ শুরু করেছে মায়ানমার সরকার।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাখাইন রাজ্যের সংসদ সদস্য খিন স ওয়াই এর বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাংলাদেশের জনগণ মায়ানমারে অনুপ্রবেশ করে।

রাখাইন রাজ্যের নতুন নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পাওয়া এ সংসদ সদস্য জানান, বাংলাদেশ ও তাদের ‍মাউং ড (রাখাইন রাজ্যে) বেড়া রয়েছে। কিন্তু তাতে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।

রাখাইন রাজ্যে বাঙালি জনসংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু দেখছি অবৈধরা প্রবেশ করছে। এটা থামানোর কোনো কার্যকরী ব্যবস্থা নেই। এ কারণে আমরা চাই সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক।

রাখাইন রাজ্যের হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি খবর পড়েছি, সীমান্তে আরও ১৫টি নিরাপত্তা ফটক থাকবে। তবে আমি জানিনা এগুলো কোথায় কোথাও করা হবে।

x