জামায়াতের উপজেলা ও পৌর শাখা দায়িত্বশীলদের দিনব্যাপী কর্মশালা

জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা ও পৌর শাখা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী কর্মশালায় জেলা জামায়াতের সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ এর সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা বায়তুলমাল সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল কবির, জেলা আইন বিষয়ক সেক্রেটারী মুহাম্মদ শাম্সউদ্দীন এডভোকেট।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর আমীর মোঃ হেলাল উদ্দিন এডভোকেট, সদর উপজেলা আমীর প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ নোমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আমীর মাস্টার আব্দুল হাকিম, ছাতক উপজেলা আমীর মাওলানা মখছুছুর রহমান, ছাতক পৌর আমীর মোঃ রেজাউল করিম এডভোকেট, তাহিরপুর উপজেলা আমীর মোঃ শামসুল আলম, বিশ্বম্ভরপুর উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল্লাহ, জামালগঞ্জ উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, দোয়ারাবাজার দক্ষিণ উপজেলা আমীর মোঃ দেলাওয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা আমীর মাওলানা শফিক উদ্দিন, দিরাই উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, শাল্লা উপজেলা আমীর মাওলানা নরুল আলম সিদ্দীকিসহ বিভিন্ন উপজেলা শাখার সেক্রটারী ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

x