ছাতকে জেলের লাশ উদ্ধার
ছাতক উপজেলার কাকুরা খাল থেকে আরিফ মিয়া (২৪) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার দমকল বাহিনীর কর্মীরা।
আরিফ উপজেলার উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামের মো. গোলাম আলীর ছেলে।
শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের লালপুল সেতু সংলগ্ন কাকুরা খাল আরিফের লাশ উদ্ধার করে দমকল বাহিনী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ১০টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের লালপুল সেতু সংলগ্ন কাকুরা খালে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় জেলে আরিফ।
পরে এলাকাবাসী ছাতক দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা খালে জাল ফেলে তার লাশ উদ্ধার করে।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি সুনামগঞ্জ মিরর ডটকমকে নিশ্চিত করেছেন।