ধর্মপাশা ও শাল্লা উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

উপজেলা নিবার্চনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস।

দু’টি উপজেলার এক শতটি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম জানান, ধর্মপাশা থানায় ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লার মনির হোসেন জানান, এ থানার ২৫টি কেন্দ্রের মধ্যে ০৬টি গুরুত্বপূর্ণ এবং শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, শাল্লা উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার দিকে প্রিজাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে রওয়ানা দিয়েছেন।

সহকারি রিটার্নিং অফিসার ও ধর্মপাশা উপজেলা নির্বার্হী কর্মকর্তা খালেদুর রহমান জানান, এ উপজেলার ৬৪টি ভোটে কেন্দ্রে মোট ১ লাখ ৩৬ হাজার ২ শ ১৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬৮ হাজার ৩ শ ২৯ জন এবং ৬৭ হাজার ৮শ ৯০ জন নারী ভোটার।

তিনি আরো জানান, প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জামসহ নিরাপত্তার কর্মীদের নিয়ে ভোটে কেন্দ্রে পৌছে গেছেন।

এদিকে সহকারি রিটার্নিং অফিসার ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএন মহিউদ্দিন কবির মাহিন জানান, উপজেলার ৩৬ কেন্দ্রে ৭০ হাজার ৯ শ ০৬জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৩৫ হাজার ৬ শ৪২ জন এবং ৩৫ হাজার ২ শ ৬৪ জন নারী ভোটর।

দু’টি উপজেলার সহকারি রিটার্নিং অফিসাররা জানান, সকাল ১০ টা থেকে দুর্গম কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স ও পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্র নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এবং উপজেলা সদরের কাছের কেন্দ্র গুলোর প্রিজাইডং অফিসাররা বিকেল ৪ টায় কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

জেলা রিটার্নিং আফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ জানান, প্রতিটি উপজেলার প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃতত্বে ৫ জন পুলিশসহ প্রয়োজিনীয় সংখ্যাক আনসার থাকবে।
ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি, ২ প্লটুন বিজিবি ২ প্লাটুন সেনা সদস্য ও র‌্যাব মাঠে থাকবে।

৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ আদলত থাকবে।

x