হঠাৎ বৃষ্টি, বৈশাখের আগেই কালবৈশাখী
চৈত্রের শুরুতেই কালবৈশাখীর প্রভাব শুরু হয়েছে। সুনামগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে শনিবার রাতে হঠাৎ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।
চলতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে পাবর্ত্য জেলাসমূহে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছিল।
চৈত্রের প্রচণ্ড দাবদাহের শুরুতে এক পশলা বৃষ্টি শহরের মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য মতে, কালবৈশাখীর প্রভাবেই দমকা বাতাসসহ এ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে খুলনা, যশোর, বাগেরহাট ও পিরোজপুরে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাত এবং রবিবারও একই অবস্থা থাকতে পারে।
দেশের সাতটি বিভাগের মধ্যে রংপুর ব্যতীত সব বিভাগ ও এদের অন্তর্গত জেলাসমূহে আগামী ১-২ দিন একই আবহাওয়া বিরাজ করবে। মৌসুমী বায়ুর প্রভাবে চৈত্রের মাঝামাঝি দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।