‘নির্বাচন আগের চেয়ে সুষ্ঠু হয়েছে’

‘বিগত তিন ধাপের নির্বাচনের চেয়ে চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেলে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ‘যে টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে না সেখানে সেনাবাহিনী আটক করতে পরবে। পরে যত দ্রুত সম্ভব স্থানীয় থানায় তাদের হস্তান্তর করবে।’

তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী কোন বিচার করতে পারবে না। বিচার করবে আদালত। তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি।’

‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার তার কাজ সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন’ দাবি করে এইচটি ইমাম বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, ‘৯১ উপজেলার মধ্যে কোনো উপজেলাতেই পুরোপুরি ভোট গ্রহণ স্থগিত করা হয়নি। মাত্র ১৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।’

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ‘তাদের নেতাকর্মীদের সারাদিনে কোন কাজ নেই। যে কারণে তারা অফিসে বসে সারাক্ষণ মিথ্যাচার করেন।’

x