সর্বত্র বাংলা ব্যবহারের নির্দেশ

অনতিবিলম্বে দেশের সর্বত্র সকল সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সকল সরকারি দপ্তরের নামফলক (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষা ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিট পিটিশন নং-১৬৯৬/২০১৪ এর বরাতে আদালত এ নির্দেশনা দিয়েছেন।

রোববার এক তথ্যবিবরণীতে বলা হয়, বাংলা ভাষা এদেশের অধিকাংশ মানুষের মাতৃভাষা, সংবিধানেও বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। জনমনে নিজ ভাষা সর্বত্র ও সর্বক্ষেত্রে ব্যবহারের চাহিদা ও প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয় এবং বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ ও বিভিন্ন সময় বাংলা ভাষা প্রচলনের জন্য দেশের সর্বোচ্চ পর্যায় থেকে জারিকৃত আদেশ অদ্যাবধি বিদ্যমান। এর পরিপ্রেক্ষিতে দেশের সর্বত্র বাংলা ভাষা প্রচলনের উদ্দেশ্যে অনতিবিলম্বে সম্যক ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট এ নির্দেশনা দিয়েছেন।

x