‘কিছু সহিংসতা হয়েছে’

নির্বাচন কমিশনার মো: আব্দুল মোবারক বলেছেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে কিছু সহিংসতা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ইসির মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনে জেতার অদম্য ইচ্ছার কারণেই সহিংসতা হচ্ছে। এটি কখনও কাম্য হতে পারে না। যেসব অবাঞ্ছিত, অনভিপ্রেত ঘটনা ঘটেছে তা গ্রহণযোগ্য নয়।

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, এটির একটা ভুল ব্যাখ্যা মিডিয়াতে দেয়া হয়েছে। তিনি বলেন, ফৌজদারি আইনে সেনাবাহিনীর সামনে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে তারা সে ঘটনাকে প্রতিহত করতে পারে। আইন আনুযায়ী তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুযোগ নেই।

নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা প্রশ্নে মোবারক বলেন, ‘আলহামদুলিল্লা।’

এ সময় তিনি জানান, সহিংসতার কারণে ৩২ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

x