‘প্রার্থীদের পেশীশক্তি ব্যবহারে সহিংসতা হচ্ছে’

নির্বাচনে ভোটারদের চেয়ে প্রার্থীদের পেশীশক্তি প্রদর্শনে সহিংসতা হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচনে পেশীশক্তির ব্যবহারের আশঙ্কা থেকে আমরা নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনা মোতায়েন করেছি।’

নির্বাচনে কমিশনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কমিশনের ভূমিকা স্পষ্ট। আমরা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সব ফোর্সকে নিদের্শনা দিয়েছি। রবিবারের নির্বাচনে তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে।’

চতুর্থ ধাপের নির্বাচনে সহিংসতা কম হয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন নির্দলীয় হলেও সব দল অংশ নিয়েছে এবং এ নির্বাচনককে গুরুত্ব দিয়েছে। তাই সহিংসতার আশঙ্কায় আমরা তা প্রতিরোধে কঠোর ছিলাম। যার কারণে নির্বাচনে সহিংসতা কম হয়েছে।’

x