জিয়া শিশু-কিশোর সংগঠনের চিত্রাংকন প্রতিযোগীতা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুল হক আছপিয়া।
এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে শিক্ষামূলক কাজের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নাম ছড়িয়ে দিতে হবে।
জিয়া শিশু-কিশোর সংগঠনের আহবায়ক উবায়দুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশরাফুল আহমদ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মোঃ শেরেনুর আলী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, কামরুল ইসলাম রাজু, তফাজ্জুল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ, জাহাঙ্গীর আলম বাবলু, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান সাজু।
চিত্রাংকন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মধ্যে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।