‘বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন’
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সকল দ্বিধাদ্বন্দ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ১৯ দলীয় জোটের সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুল হকের পক্ষে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার সুলেমানপুর বাজারে এ গণসংযোগ পরবর্তী পথ সভায় মিলন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিচ্ছে। তিনি বলেন, মামলা হামলা করে সরকার কান্ত হয়নি জনরায় ছিনিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে।
বিএনপি নেতা আব্দুর রবের সভাপতিত্বে পথ সভায় মিলন আরো বলেন, ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার বিরোধীদল বিহীন জাতীয় নির্বাচন করে গণতন্ত্রকে কলুষিত করেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়যুক্ত করে গণতান্ত্রিক পদ্ধতিকে এগিয়ে নিতে হবে।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, বিএনপি নেতা জিয়া উদ্দিন দুলাল, বিএনপি নেতা আবুল কালাম, মফিজুর রহমান, জেলা বিএনপি’র সহ গণশিক্ষা সম্পাদক শামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নূওে আলশ, জেলা যুবদল নেতা করুণা সিন্ধু দাস রিন্টু প্রমুখ।
পথসভায় বক্তারা, বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুল হককে কাপপিরিচ প্রতীকে তাহিরপুরবাসী ভোটদিয়ে বিজয়ী করে সরকারের দমন নীপিরণের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান।
এর আগে বিকেলে কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলার বালিজুরি ইউনিয়নে গণসংযোগ করেন নেতাকর্মীরা। গণসংযোগ শেষে বালিজুরি বাজারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইদুল কিবরিয়া বাবুল মেম্বার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী আনিসুল হকের পক্ষে গণসংযোগসহ ৮/১০ টি পথসভা করেন।