নিজামীর রায় যেকোনো দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। সোমবার বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার নির্দেশ দেন।
সোমবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শেষ হয়। পরে ট্রাইব্যুনাল রায় অপেক্ষাধীন রাখেন।
গত বছরের ১৩ নভেম্বরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর মামলার রায় অপেক্ষাদীন রেখেছিলেন। গত ৩১ ডিসেম্বর ট্রাইবুনালের চেয়ারম্যান অবসরে যান। পরে নতুন চেয়ারম্যান নিয়োগ হলে তিনি আবার যুক্তিতর্ক উপস্থাপন করতে বলেন। গত ১০ মার্চ তার বিরুদ্ধে নতুন করে যুক্তিতর্ক শুরু হয়।
গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।