মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় সুনামগঞ্জে মতবিনিময়

“জাল যার জলা তার” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে স্থানীয় এনজিও সংস্থা হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি(হাউস)এর উদ্যোগে এবং এনজিও সংস্থা সিএসআরএল, গ্রো, ও আইডিয়ার সহযোগিততায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী শিলা রায়ের সভাপতিত্বে ও হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শোভ’র পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা(সুজন) এর নির্বার্হী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, শিক্ষক মানব চৌধুরী, সুনামগঞ্জ মিরর ডট কম এর প্রধান সম্পাদক শাহজাহান চৌধুরী, আইডয়ার সমন্বয়করি সৌরজিৎ চৌধুরী , জয়কলস মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শুক্ল বিশ্বাস, আসামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল মতলিব, কামরুপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তমিজ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় এনজিও সংস্থা হাউস ১০ টি সুপারিশ উপস্থাপন করা হয়।

এ গুলো হচ্ছে, উন্মুক্ত জলাশয়ের সীমানা নির্ধারণ ও “জাল যার জলা তার” , এ নীতির পূর্ণ বাস্তবায়ন করা।

জলমহাল ব্যবস্থাপনার বিষয়টি নীতিমালার গন্ডিতে সীমিত না রেখে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করা।

সমিতি ভূক্ত নয় এমন দরিদ্র জেলেদের জন্য ন্যুনতম ফি দিয়ে মাছ ধরার ব্যবস্থা রাখা এবং অভয়াশ্রম ঘোষিত এলাকায় প্রকৃত জেলেদেও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহণ করা।

জেলেদেও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা যাতে তার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।

যে কোন নীতিমালা বা আইন প্রণয়নের পুর্বে ব্যাপক প্রচারের ও মতামত সংগ্রহের ব্যবস্থা করা এবং প্রকৃত জেলেদের মতামত ছাড়া জলমহাল নীতিমালা বা আইন প্রণয়ন না করা।

সরকারিভাবে প্রকৃত জেলেদের পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করা।

যে সমস্ত জলমহাল ইজারা দেওয়া হয়েছে সে জলমহাল গুলো বিস্তারিত তথ্য প্রচারের মাধমে জনগণকে অবহিত করা।

জলমহালের কতৃত্ব ভূমি মন্ত্রনালয়ের অধীনে না রেখে তা মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা।

দরিদ্র জেলেদেও স্বার্থে ইজারার অর্থ কমিয়ে ইজারা দেওয়া।

ইজারার অর্থ সহজ কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা।

x