Skip to content

‘দৃষ্টিতে বাংলাদেশ’ উপভোগ করলেন খালেদা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের পরিবেশনায় ‘দৃষ্টিতে বাংলাদেশ’ গীতিনাট্য উপভোগ করলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ গীতিনাট্য পরিবেশন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠানস্থলে অতিথি ও দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বেগম খালেদা জিয়া।

গীতিনাট্য উপভোগের পর খালেদা জিয়া মঞ্চে উঠে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

এরপর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি প্রধান। এর আগে স্বাধীনতা বিদসের আলোচনা সভায় দলের সিনিয়র নেতা ও ১৯ দলের অন্যতম প্রধানরা বক্তব্য দেন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও গুলশানের বাসায় কূটনৈতিক বৈঠক থাকায় অনুষ্ঠানস্থলে পৌঁছাতে তার বিলম্ব হয়।

এসময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোস্তাহিদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের সঞ্চালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর উপস্থিত ছিলেন।

x