সুনামগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের ফখর উদ্দিনের বাড়ি থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)।

মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার সুরাম ইউনিয়নের মঈনপুর গ্রামের ফখর উদ্দিনের বাড়ি থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আব্দুল রহিম উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত রশিদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই আব্দুর রহিমের নেতৃত্বে এক দল ডিবি পুলিশ ফখরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফখরের বসত ঘর থেকে ১০ বোতল ভারতীয় অফির্সাস চয়েস মদ উদ্ধার করে ডিবি পুলিশ ।

ডিবি’র এসআই নূরুজ্জামান বিষয়টি সুনামগঞ্জ মিরর ডটকমকে নিশ্চিত করে জানান, ফখরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, আটককৃত মদের আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা।

x