জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ডোবায় পানি দেয়াকে কেন্দ্র করে বুধবার দু’পরে সংঘর্ষে উভয় পরে ২০ জন আহত হয়েছে।
গুরুতর আহত তাহমিদ (১০), মোশাহিদ (৩৫), হাফেজ আলমগীর (৩০), ময়না মিয়া (৩৫) কে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যান্য আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ আহতদের চিকিৎসার বিষয়টি সুনামগঞ্জ মিরর ডটকমকে নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মল্লিকপুর গ্রামের মাওলানা আবুল ফজল গ্রামের পার্শবর্তী হাওরের একটি ডুবা থেকে মাটি উত্তলনের জন্য ডোবার পানি সেচে রাখেন। সকালে একই গ্রামের আব্দুল মান্নানের লোকজন পানি দিয়ে ডুবাটি ভরার চেষ্টা করলে মাওলানা ফজলের লোকজন বাধা দেন। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যাায়ে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কম পে ২০ জন আহত হয়।
জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি সুনামগঞ্জ মিরর ডটকমকে নিশ্চিত করে জানান, গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত থানা কোন আভিযোগ দায়ের করা হয়নি বলে ওসি জানান।