সুনামগঞ্জ সরকারি কলেজে স্বাধীনতা দিবস পালন

সুনামগঞ্জ সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬শে মার্চ বুধবার দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বেলা ১১টায় বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়ে সারাদেশে জাতীয় প্যারেড গ্রাউন্ডের সাথে সংহতি প্রকাশে আনন্দ উৎসবের মধ্যদিয়ে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।

পরে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, হাডুডু খেলা ও সাঁতার প্রতিযোগিতা।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী ও উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিকাল ৪টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক জাকির হোসেন ও প্রভাষক মাসুদুল আলম।

তাঁরা বলেন, বিশাল ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা এসছে, সে স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সমৃদ্ধশালী ঐতিবাহী সোনার বাংলা গড়তে হবে।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান পল্লব ও সৈয়দ তাওসিফ মোনাওয়ার।

আলোচনা শেষে শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।

x