৭ম হজ ও ওমরাহ মেলা শুরু বৃহস্পতিবার
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে ৪ দিনের ‘৭ম হজ ও ওমরা ফেয়ার-২০১৪।’ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে আগামী ৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত। এবারের মেলায় ৪০০টিরও বেশি স্টল থাকছে বলে জানিয়েছেন হাব (হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা।
হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, ‘হজ ফেয়ারের উদ্দেশ্যে পুরনো ও নতুন হজ এজেন্সির সঙ্গে ইচ্ছুক হজযাত্রীদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন, সেতুবন্ধন রচনা করা, সচেতনতা বৃদ্ধি, মধ্যসত্তভোগী বর্জন এবং হজ সংক্রান্ত তথ্যাবলী প্রদান ও প্রশিক্ষণ প্রদান।
তিনি বলেন, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজ মূল নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর দ্বিতীয় প্যাকেজ মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়াও প্রত্যেক এজেন্সি স্ব-স্ব প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার নির্ধারিত সর্বনিম্ন ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকার নীচে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। সীমিত পরিসরে হলেও এ বছর থার্ড ক্যারিয়ারের অনুমতি প্রদান, ক্যাটারিং সার্ভিসের খাবার সরবরাহের শর্ত প্রত্যাহার এবং ফেতরা পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়েছেন হাব সভাপতি।
হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হজের যাবতীয় তথ্যাবলী সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা হাবের স্টলসমুহ থেকে অবগত করা হবে। সরকারি ব্যবস্থাপনার তথ্য জানা যাবে ধর্ম মন্ত্রণালয়ের স্টল থেকে। মেলা চলাকালীন প্রতিদিন বাদ মাগরিব অভিজ্ঞ আলেম দিয়ে হজ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে । ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আলাদা আলাদা হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন হজের টাকা জমা দেওয়ার শেষ তারিখ। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮জন।